Image description

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক সংস্থা রাইট টু ফ্রিডম-এর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা সৎ হলেও দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছেন। তাই তাকে সরিয়ে যোগ্য কাউকে বসানো উচিত।"এছাড়া, তিনি জানান, "বাংলাদেশকে নিয়ে ভারত ক্রমাগত মিথ্যাচার করে বিশ্বে ভাবমূর্তি ষড়যন্ত্র করছে" এমনটা রাইট টু ফ্রিডম-এর প্রতিনিধিদের জানানো হয়েছে।

ফুয়াদ বলেন, "আমরা এর আগে বারবার বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তি মানুষ খারাপ না এবং তার আন্তরিকতার অভাব আছে এটা আমরা বোধ করি না। কিন্তু দায়িত্ব পালন করতে তিনি বারবার ব্যর্থ হয়ে যান।"তিনি আরও বলেন, "আইন-শৃঙ্খলার ব্যাপারে যে জনমনে যে একটা অস্বস্তি আছে সেই অস্বস্তি কিন্তু এড্রেস করা দরকার।"

তিনি উদাহরণ টেনে বলেন, "বনশ্রীর একটা ঘটনা যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতো কেউই জানতো না। বনশ্রীবাসীও জানতো না। কিন্তু বনশ্রীর ঘটনাটা এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে সেই বাস্তবতায় বুঝতে হবে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একচুয়াল ফিগার যতই ভালো হোক জনমনে কিন্তু একটা ভীতি তৈরি হয়ে আছে।"

এ প্রসঙ্গে তিনি বলেন, "সেই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করা ছাড়া তো কোন অপশন নাই। কারণ যিনি দায়িত্বে আছেন সফলতা যেমন তার ব্যর্থতাও তার।"ফুয়াদ বলেন, "পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেশি সিস্টেমে ফিরে আসছে। প্রচুর পরিমাণে তাদের মধ্যে যে ভয়-ভীতি, কাজ না করবার জায়গা ছিল, কর্মকর্তাদের মধ্যে ছিল সেটা অনেকটা কমে গেছে আগের থেকে।"

তিনি আরও বলেন, "এটাকে এই বুস্ট আরো কিভাবে বুস্ট করা যায়, আরো কিভাবে বাড়ানো যায় এবং সবাইকে নিয়ে কালেক্টিভলি কিভাবে আমরা এই আইন-শৃঙ্খলা ইস্যুটা হ্যান্ডেল করতে পারি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যখন আমাদের দেখা হয়েছে গত বছর এবং এই বছর আমরা বারবার বলেছি যে দুই তিনটা বিষয় জনমনকে খুব বেশি আশ্বস্ত করে অথবা ভীতির মধ্যে ফেলে তার ভিতরে একটা হচ্ছে আইন-শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য কমা এগুলো নিয়ে গণপরিবহন দূষণ।

"ফুয়াদ বলেন, "আমরা বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে। সিরিয়াসলি রিভাইস করা দরকার তার পলিসি ভুল আছে কিনা। অযোগ্য অদক্ষ লোক হলে সরায় দেওয়া দরকার।"তিনি উদাহরণ দিয়ে বলেন, "যেভাবে শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেয়া হয়েছে। এইরকম জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ফেইল করছেন তার উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে।"তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার অন্য কাউকে দিয়ে দায়িত্ব পালন করলে জনমনে স্বস্তি ফিরে আসবে কিনা এটা আমরা বোধ করছি।"

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসাধারণের আস্থা ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠেছে। আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন, "যোগ্য নেতৃত্বের অভাবে জনগণের মধ্যে ভীতির জন্ম হচ্ছে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।"

সূত্র:https://tinyurl.com/wzh3nuf9

https://tinyurl.com/2b56bcff