
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাম্প্রতিক এক বিবৃতিতে দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখিয়ে ক্ষমতা আঁকড়ে ছিলো, সেই বাচ্চা উৎপাদন করে তার উপকার কারা করছেন?"
ফারুকী তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন, জুলাই মাসে যখন স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সংগ্রাম চলছিল, তখন আন্দোলনকারীদের পরিচয়, পোশাক বা রাজনৈতিক মতাদর্শ কোনো বিষয় ছিল না।
তিনি বলেন, "লড়াইয়ের ময়দানে কেউ খোঁজ নেয়নি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব পরা না জিন্স পরা, বিএনপি না জামাত।"

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ বরাবরই বহু মত ও বহু পথের দেশ। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ‘নৈতিক পাহারাদার’ হওয়ার দায়িত্ব দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, অতীতে যখন দাড়ি-টুপি-বোরখাকে সামাজিকভাবে কলঙ্কিত করার চেষ্টা হয়েছিল, তখনও বাংলাদেশ প্রতিবাদ করেছিল। আর এখন উল্টো পরিস্থিতিতেও যখন অন্যদের প্রতি একই রকম আচরণ করা হচ্ছে, তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে তিনি আশাবাদী।
নারীবিদ্বেষমূলক সকল আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, "সকল প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় ‘না’! আগেও না, আজকেও না, ভবিষ্যতেও না।"
ফারুকীর এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নারীবিদ্বেষমূলক সকল আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, "সকল প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় ‘না’! আগেও না, আজকেও না, ভবিষ্যতেও না।"
ফারুকীর এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।