Image description

Abdullahil Amaan Azmi (আবদুল্লাহিল আমান আজমি)

প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী বাংলাদেশের গর্বের ধন। যে সব সামরিক অফিসার অন্যায় কাজ করেছে, তারা ক্ষমার অযোগ্য। তাদের শাস্তি পেতেই হবে।
 
ব্যক্তি বিশেষের অপরাধের জন্য যারা সমস্ত সেনাবাহিনী নিয়ে কটু কথা বলে, তারা দেশের শত্রু, ভারতের দালাল।
 
সেনাবাহিনীকে বিতর্কিত করা ভারত/ র' এর একটা ন্যারেটিভ। এসব প্রচারকারীরা কুলাংগার এবং ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।