Image description

Quazi Audry Arafat Rahman(কাজী অদ্রি আরাফাত রহমান)

আজকে সকালে আব্বুর এই মোবাইল ফোন এবং ঘড়ি বের করি অনেক দিন পর। তখন খেয়াল করলাম ঘড়ি তে ২৬ তারিখ উঠে আছে। আব্বুর মরদেহ ময়না তদন্ত এর জন্য যখন uniform খুলা হয় বা কাটা হয় তখন uniform এর ভিতর শরীর এর সাথে পাওয়া যায় এই ফোন এবং ঘড়ি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হয়ত বেচে থাকার আশা ছিল অথবা হয়ত আমাদের জন্যই রেখে গেছেন এগুলা আব্বু। সেই সময়ে uniform এ belt পরা হতো, সেই belt আর বুকের মাঝে uniform এর নিচে রেখে গেছিলেন আব্বুর শেষ স্মৃতি।
 
খুব ই সরল একজন মানুষ ছিল আমার আব্বু। খুব ই low profile life lead করতেন। তার একটা ছোট উদাহরণ দেই। ছবি তে যেই মোবাইল ফোন টা দেখা যাচ্ছে এই মোবাইল আব্বু কিনেছিলেন আমাদের সবাইকে নিয়ে। এর আগে আব্বু ব্যাবহার করত Nokia এর বাটন ফোন। আমি বলতাম যে তুমি এসব কি ফোন use করো, একটু ভাল ফোন কিন।
 
হয়ত আমার কথা তেই রাজি হয়ে এই ফোন টা কিনেছিল কিছুদিন আগেই। আমার যতটুক মনে পরে ফোন টার দাম সম্ভবত ছিল ১৪০০০ টাকা। আজকাল আমরা কত কিছু কিনি, অথচ সেই সময়ের একজন senior army officer, dentist হয়ে আব্বুর কাছে এই ফোন কিনা ছিল একটা বিশাল ঘটনা। আমার মনে আছে ফোন টা আমাদের নিয়ে কিনার পর আব্বু আমার দাদা কে কল দিয়ে জানায় আব্বা একটা ফোন কিনেছি। এই হচ্ছে আমার আব্বু। শখ এর এই ফোন টা হয়ত হারাতে চান নাই কোন ভাবেই তাই এত কায়দা করে রেখে গেছেন ফোন টা নিজের বুক এর সাথে।
 
ফোন টি মাটির নিচে গণকবরে এত গুলা লাশ এর সাথে বেচে থাকতে না পারলে ও sim টি থেকে যায়। আজ ও আমি আব্বুর সেই sim ই ব্যাবহার করি। অনেক বছর তো হল। তবে ২-৩ বছর আগে পর্যন্ত ও আমার ফোন এ call আসত আব্বু কে চেয়ে। হয়ত আব্বুর কোন রুগী পুরানো কার্ড দেখে ফোন দিত।
ফোন টা কখন dead হল না জানা গেলে ও ঘড়ি টা ২৬ তারিখ ৩ টা ৫৮ minute ১৩ second এ বন্ধ হয়ে যায়। তখন ও নিশ্চয়ই আব্বুর বুকের সাথে গণকবরেই ছিল।
May be an image of 1 person, phone, digital watch and text that says 'NOKIA ao 2 2abc abc def ars ./05kimD6 jkl 8 tuv mine 6 wxyz9 お井 রক্তাক্ত পিਨ W/ QE L SU OX RTZ RTZ KP REMIST WATER'