Image description
 

ফরিদপুর-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

 

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদক সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

 

আবেদনে বলা হয়, নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে জানা গেছে তারা গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে সার্বিক তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব করাণে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

 

উল্লখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক।