![Image description](https://content.bdtoday.net/files/img/202502/aa5df3cf9ccee8f5e26ab4be25db9b56.png)
আলোচিত জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারির লেখা ‘এক নজরে কুরআন’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার রাতে বইটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন সারজিস।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, মিজানুর রহমান আজহারি কর্তৃক লিখিত নতুন বই ‘এক নজরে কুরআন’ ১ ঘন্টা পড়ার পর মনে হয়েছে ঠিক যেন তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখে বইটি লেখা হয়েছে। সহজবোধ্য, সহজে পাঠ্য, গল্পের ছলে মাইন্ডে ম্যাপিং হয়ে যায়!
তিনি বলেন, ‘আমার মনে হয়েছে প্রতিটি ঘরে এই বইয়ের ১কপি থাকা আবশ্যক। সবার অন্তত একবার বইটির শুরু থেকে শেষ পড়া উচিত। বিশেষত যারা শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধি।