![Image description](https://content.bdtoday.net/files/img/202502/9dcae8daf32be3786c98cdcf78f63589.png)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজপথ আমাকে শিখিয়েছে কীভাবে অন্যায়ের বলিষ্ঠ প্রতিবাদ করে শোষিতের স্বপক্ষে থাকতে হয়। ছাত্রজীবনে এ দেশের দুঃখী মানুষের ওপর হওয়া ক্ষমতার অবিচার আর বৈষম্যের প্রাচীর দেখেই শপথ নিয়েছিলাম, এই দেশে একটি ন্যায়ভিত্তিক ও সমানাধিকারের সমাজ গড়ার জন্য কাজ করতে হবে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের প্রোফাইল ছবির ক্যাপশনে এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, ‘চব্বিশে আমাদের হাজারো শহীদের যে সামষ্টিক লড়াই ছিল ফ্যাসিবাদী বৈষম্যের বিরুদ্ধে, তা এখন আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার এক পবিত্র দায়িত্ব।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করে দেবে আমাদের কাজ—আমাদের ঐক্য। আর সেই ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্মাণ করব।