Image description

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গোপন বন্দিশালা ও টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) পরিদর্শন করেছেন, যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে।

আজ বুধবার প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গোপন বন্দিশালা ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরা
গোপন বন্দিশালা ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরাছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও এ সময় উপস্থিত ছিলেন। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ দেখছেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরা
গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরাছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, অধ্যাপক ইউনূস গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন।

গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ দেখছেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরা
গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরাছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ দেখছেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরা
গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যরাছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
এক ভুক্তভোগীর কাছ থেকে তাঁর গোপন বন্দিশালায় থাকার ভয়ংকর অভিজ্ঞতা শুনছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
এক ভুক্তভোগীর কাছ থেকে তাঁর গোপন বন্দিশালায় থাকার ভয়ংকর অভিজ্ঞতা শুনছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
এক ভুক্তভোগী তাঁর গোপন বন্দিশালায় থাকার ভয়ংকর অভিজ্ঞতা শোনাচ্ছেন
এক ভুক্তভোগী তাঁর গোপন বন্দিশালায় থাকার ভয়ংকর অভিজ্ঞতা শোনাচ্ছেনছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং