Image description
 যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অন্তত ৫ হাজার ৩০০ কোটি ডলার দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। আজ বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর সম্পূর্ণ পুনর্গঠনের জন্য দরকার হবে প্রায় ৫ হাজার ৩০০ কোটি ডলার।

 

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে, গাজা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এই যুদ্ধে ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১২ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। তবে এরই মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত মানা হচ্ছে না বলে পরস্পরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে হামাস জিম্মিমুক্তি স্থগিত করেছে। অন্যদিকে আজ বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দিলে গাজায় আবার হামলা শুরু করা হবে।