ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) বর্ষসেরা রিপোর্টার সম্মাননা পুরস্কার পেয়েছেন ৪ ক্যাম্পাস সাংবাদিক। ২০২৪ সালে ক্যাম্পাস সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেয়া হয়।
এতে প্রথম স্থান লাভ করেন নিউজ বাংলা ২৪-এর ঢাবি প্রতিনিধি মনিরুল ইসলাম, যৌথভাবে দ্বিতীয় পুরস্কার লাভ করেন দৈনিক জনকণ্ঠের ঢাবি প্রতিনিধি এবং ডুজার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও ডেইলি অবজারভারের ঢাবি প্রতিনিধি এবং ডুজার দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম এবং তৃতীয় পুরস্কার লাভ করেন সমকালের ঢাবি প্রতিনিধি যোবায়ের আহমদ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টিএসসি) ডুজা কর্তৃক আয়োজিত 'গণঅভ্যূত্থান ও সাংবাদিকতা' শীর্ষক বার্ষিক সেমিনার, বর্ষসেরা রিপোর্টার পুরস্কার প্রদান এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সমিতির ‘শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড’ ও ‘মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ থেকে এই পুরস্কার দেওয়া হয়।ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক নিয়াজ আহমদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজ এজ-এর সম্পাদক নূরুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে ডুজার সদ্য সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।