Image description

আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় কথা বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তবে তাতে ভারত সরকার সাড়া দেয়নি।

 
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভারতের রাজ্যসভায় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।
 
এরপর গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা।
 
গত মাসের শুরুর দিকে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে কোনো জবাব পায়নি।
 
এরপর গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
 
জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে ১০০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।