![Image description](https://content.bdtoday.net/files/img/202502/9c96eaa4a0d90725c96d095e5ea8bb01.png)
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভিড় করেছে ছাত্র জনতা। আয়নাঘরের সন্ধান মিলতে পারে এমন সন্দেহ থেকেই সেখানে ভিড় বাড়ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বুধবার রাত থেকে শুরু হওয়া ভাঙচুরের পর বৃহস্পতিবার দিনভর ছাত্র-জনতা বাড়িটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তারা বাড়ির নিচে পাঁচতলা একটি কাঠামোর সন্ধান পেয়েছেন।
কিছু প্রত্যক্ষদর্শী সন্দেহ করছেন, এই নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, “বাড়ির নিচে আরও তিন-চারটি কক্ষ রয়েছে, যেখানে পানিতে ভরপুর। সে কারণে আমরা সেখানে যেতে পারিনি।”