Image description

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি-৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়।

রাত ৮টার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা হয়েছে। এসময় সেখানে স্লোগানে স্লোগনে মুখরিত হয়ে উঠে। তাছাড়া ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাড়িটিতে।

এদিকে, রাত ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে কয়েকটি বুলডোজার প্রবেশ করতে দেখা গেছে। এসময় বৈষম্যবিরোধী ত্র আন্দোলনের এক নেতা জানান, বুলডোজার চলে এসেছে ছাত্র জনতা অবস্থান নিয়েছে ধানমন্ডি-৩২ বাড়িতে। সকল নিউজ মিডিয়ার ভাইয়েরা চলে আসুন।