![Image description](https://content.bdtoday.net/files/img/202502/74c2572d86e596371d6366aa0b872c7e.png)
মেঘমাল্লার বসু (Meghmallar Bosu)
আজকের ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামীলীগ জিতসে। গণঅভ্যুত্থান হারসে। বাংলাদেশে শেখ মুজিবের কাল্ট ছিল, আছে, থাকবে। অভ্যুত্থানের কাজ ছিল 'সৃষ্টিশীল' উপায়ে এই ভাবাদর্শিক তর্ক ও কাল্টগুলোকে উত্তরণ করে নতুন রাজনীতি তৈরি করা।
শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার। কিন্তু তিনি পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান চরিত্র। ৫ই আগস্ট উন্মত্ত জনতা যে ধানমন্ডি ৩২ ভেঙেছিল রাষ্ট্র, সরকার আর অভ্যুত্থানকে তার দায় নিতে হত না।
আজকে মাথামোটাগুলা যা করল তার রেশ এই জাতিকে বহু বছর ভোগাবে।
ইডিয়েটদের হাগা-মুতার দায় আর বুদ্ধিজীবীরা কত দিন বহন করবে? নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ধানমণ্ডি ৩২ ভাঙার ভিডিও আন্তর্জাতিক মিডিয়ায় যায়ে কীভাবে ডিফেন্ড করবেন? জাবির বহিষ্কৃত খুনীরা এসবে নেতৃত্ব দেয়। বুলডোজার কে পাঠায়?
বাংলাদেশে কাদের মোল্লাকে যদি শহীদ হিসেবে উদযাপন করার অধিকার থাকে, মুজিব কাল্টের লোকজনরেও সেই অধিকার দিতে হবে।
নইলে রাষ্ট্র কোনোদিনই স্টেবল হবে না। আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজটা এক দিনে সহজ করে দিলেন। যারা আপনাদের লাড়ায় চাড়ায় এরা থাকে ফ্রান্সে।
গৃহযুদ্ধ হইলে তাদের ভিউ বাড়বে। আমাদের যাদের ভিসা-পাসপোর্ট নাই তাদের কী হবে? ট্রমা ট্রমারে পুনরৎপাদন করবে। ভায়োলেন্স ভায়োলেন্সরে দশগুণ করে ফেরত দিবে। আমরা একটা সাইকেল ভাঙতে পারতাম। দ্যাট শিপ হ্যাজ সেইলড টুডে।
হা হা মাড়ান, আপত্তি নাই। হিস্ট্রি উইল বি দ্য জাজ।