Image description

আজ রাত 9 টায় প্রচারিত হয়েছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিশিয়াল ফেইসবুক পেইজে তার বক্তব্য প্রচার করেছে। কিন্তু সে বক্তব্য তাকে দেখা যায়নি, এটি ছিল একটি অডিও প্রচারণা।

জনপ্রিয় আরজে মো. গোলাম কিবরিয়া সরকার যিনি আরজে কিবরিয়া নামে পরিচিত তিনি তার ভেরিফাইডফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, ‘অডিও আছে ভিডিও নেই, তিনি তো দেখছি রেডিও এর আমলের চলে গেছেন’।