![Image description](https://content.bdtoday.net/files/img/202502/b7fc2fcaec333c1210ba2a27cc123671.png)
ন্যাশনাল ডিফেন্স কলেজে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদেরকে বাংলাদেশের বিচার বিভাগের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার প্রধান বিচারপতি ডিফেন্স কলেজের আমন্ত্রণে ব্রিগ্রেডিয়ার জেনারেল ও তদূর্ধ্ব পর্যায়ের বাংলাদেশি ও বিদেশি সামরিক কর্মকর্তা এবং যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের পরিচালিত একটি কোর্সে রিসোর্স পার্সন হিসেবে অভিভাষণ দেন।
প্রধান বিচারপতি তার অভিভাষণে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ভূখণ্ডের আইন ও বিচার ব্যবস্থার উদ্ভব ও বিকাশ, আইনের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়, বাংলাদেশের আদালত ব্যবস্থাপনা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের ভূমিকা, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের উচ্চ আদালতের জুডিশিয়াল অ্যাকটিভিজমসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার ঘোষিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপের বিস্তারিত রূপরেখার কথাও তিনি কোর্সে অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন। তার দায়িত্ব নেওয়ার চার মাস সময়ের মধ্যে উক্ত রোডম্যাপ বাস্তবায়নের তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্পর্কেও তিনি কোর্সে অংশগ্রহণকারীদের ধারণা দিয়েছেন।