পশ্চিম সুইডেনের একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনাকে নর্ডিক জাতির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্দুক হামলা বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে ওরেব্রো শহরের প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, এতে আরও কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
কয়েক ঘণ্টা পর এক পুলিশ জানিয়েছে, রিসবার্গস্কা স্কুলে হামলায় প্রায় ১০ জন নিহত হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটি জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
“আমরা জানি যে আজ এখানে প্রায় ১০ জন নিহত হয়েছেন। ঘটনাটি এত বড় যে আমরা এখনই সঠিক তথ্য দিতে পারছি না,” স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ইড ফরেস্ট সাংবাদিকদের বলেন।
হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন যে ওরেব্রো বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি পাঁচজন রোগীর মধ্যে একজনের হালকা আঘাত লেগেছে এবং চারজনের অস্ত্রোপচার করা হয়েছে। দুজনের অস্ত্রোপচার শেষ হয়নি এবং তাদের অবস্থা স্থিতিশীল ও একজনের গুরুতর আঘাত রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা বলেছেন, ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে কোনো সন্দেহভাজন সংযোগ নেই, তবে এর উদ্দেশ্য স্পষ্ট নয়।
ফরেস্ট বলেন, পুলিশের বিশ্বাস বন্দুকধারী একাই এই ঘটনা ঘটিয়েছে এবং পুলিশ তাকে আগে থেকে চিনত না।
পুলিশ এর আগে এক বিবৃতিতে বলেছিল যে ঘটনাটিকে “হত্যা চেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর অস্ত্রের অপরাধ হিসেবে দেখা হচ্ছে।”
স্কুলের শিক্ষিকা ৫৪ বছর বয়সী মারিয়া পেগাডো বলেন, দুপুরের খাবারের বিরতির ঠিক পরেই কেউ তার শ্রেণীকক্ষের দরজা ছুড়ে মেরে সবাইকে বেরিয়ে যেতে চিৎকার করে।
“আমি আমার ১৫ জন ছাত্রকে করিডোরে নিয়ে গেলাম এবং দৌড়াতে শুরু করলাম। তারপর আমি দুটি গুলির শব্দ শুনতে পেলাম। কিন্তু আমরা বেরিয়ে আসতে পারলাম। আমরা স্কুলের প্রবেশপথের কাছে ছিলাম। আমি দেখলাম লোকেরা আহতদের টেনে বের করছে, প্রথমে একটি, তারপর আরেকটি। আমি বুঝতে পেরেছিলাম যে এটি খুবই গুরুতর,” তিনি বলেন।
২৮ বছর বয়সী আন্দ্রেয়াস সান্ডলিং একটি শ্রেণীকক্ষে আশ্রয় নেওয়ার সময় এক্সপ্রেসেন সংবাদপত্রের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন “আমরা তিনটি বিস্ফোরণ এবং জোরে চিৎকার শুনেছি।”
“এখন, আমরা এখানে বসে আছি স্কুল থেকে সরিয়ে নেওয়ার অপেক্ষায়। আমরা যে তথ্য পেয়েছি তা হল আমাদের বসে অপেক্ষা করা উচিত।”
এক্স-এর এক বিবৃতিতে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন ক্ষতিগ্রস্ত এবং তাদের আত্মীয়স্বজনদের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন।
“যাদের স্বাভাবিক স্কুলের দিন সন্ত্রাসে বদলে গেছে, তাদের সকলের প্রতিও আমার সমবেদনা,” তিনি বলেন।
“নিজের জীবনের ভয়ে শ্রেণীকক্ষে বন্দী থাকা এমন একটি দুঃস্বপ্ন যা কারোরই অনুভব করা উচিত নয়।” বরেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রিস্টারসন এই আক্রমণকে সুইডিশ ইতিহাসের সবচেয়ে খারাপ গণহত্যা বলে অভিহিত করেন।
(ঢাকাটাইমস