রাজধানীর গুলশান-বনানী এলাকায় প্রায় অর্ধশতাধিক স্পা সেন্টার রয়েছে। অভিযোগ আছে, এসব সেন্টার পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে স্পার আড়ালে চালায় অনৈতিক কাজ। স্পা সেন্টারের ধরনভেদে প্রতি মাসে ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ বা তারও অধিক টাকা চাঁদা দিতে হয়। ফলে ওইসব স্পা সেন্টারের ভেতরে কী হয়, তা নিয়ে আর প্রশ্ন ওঠে না।
তবে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনারের (ডিসি) ‘নাম ভাঙিয়ে’ চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে সাংবাদিক পরিচয় দেওয়া জাফর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে ডিএমপি কমিশনার বরাবর একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে
গুলশান-বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য অবৈধ স্পা সেন্টার। বাইরে নাম হেয়ার কাটিং সেলুন, বিউটি পার্লার থাকলেও এসবের ভেতরে চলছে জমজমাট ‘দেহব্যবসা’ ও মাদক কারবার। আবার এ অনৈতিক কাজগুলো সাপোর্ট দিচ্ছে সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক দলগুলোর নেতারা। অবশ্য এর বিনিময়ে তারা বড় অঙ্কের চাঁদা আাদায় করছেন স্পা সেন্টারের মালিকদের কাছ থেকে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গুলশান-বনানী এলাকায় প্রতি মাসে প্রায় কোটি টাকার চাঁদার বাণিজ্য হয় স্পা সেন্টার ঘিরে। প্রতিটি স্পা সেন্টারে মাসিক মিটিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয় মাসিক চাঁদার হার। পরে ভাগ করে দেওয়া হয় কে কত পাবে।
পরিচয় প্রকাশ না করার শর্তে এক স্পা মালিক বলেন, মাসে পুলিশকে দিতে হয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এরপর সাংবাদিক, রাজনৈতিক দল, এলাকার লোকজনসহ নানা সময়ে দিতে হয় বিভিন্ন অঙ্কের চাঁদা। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি, আবার রাজনৈতিক পটপরিবর্তনে কেউ কেউ এ অবৈধ ব্যবসা লুটপাটে উঠেপড়ে লেগেছে। নতুন করে এ ব্যবসায়ও জড়াচ্ছে অনেকে।
সম্প্রতি ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনারের (ডিসি) নাম ভাঙিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে সাংবাদিক পরিচয় দেওয়া জাফর নামে এক বিরুদ্ধে। একটা ভিডিওতে দেখা গেছে, সাংবাদিক পরিচয় দেওয়া জাফর একটি স্পা সেন্টারে বসে টাকা গুনছেন।
এক ভুক্তভোগী (স্পা সেন্টারের মালিক) অভিযোগ করে বলেন, সাংবাদিক পরিচয় দেওয়া জাফর ও তার স্ত্রীর গুলশানের ১৩০ নম্বর রোডে একটি স্পা সেন্টার ছিল, যা কিছুদিন আগে পুলিশের অভিযানে বন্ধ হয়ে যায় এবং ওই প্রতিষ্ঠানের নামে মানব পাচার দমন আইনে একটি মামলা হয়। সেই মামলায় তার স্ত্রী দীর্ঘদিন কারাবাস করেন। তিনি নিজে স্পা সেন্টারের মালিক হয়েও নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ৫ আগস্টের পর হঠাৎ সাংবাদিক বনে যান জাফর। তার নামে গুলশানসহ ঢাকার বিভিন্ন থানায় বেশ কিছু প্রতারণার জিডিও রয়েছে।
সংশ্লিষ্ট আরেক ব্যবসায়ী বলেন, মোবাইল ফোনে জাফর বলেন, তোমাদের স্পা সেন্টারে দেহব্যবসা হয়। আর এ ব্যবসা অবৈধ। তুমি যদি গুলশানে স্পা ব্যবসা করতে চাও, তাহলে ডিসি-ওসি, থানা-ফাঁড়িসহ সবার টাকা আমার মাধ্যমে দিতে হবে।
তবে স্পা থেকে চাঁদা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে জাফর দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানে কয়েকটি স্পা সেন্টার বন্ধ হয়ে যায়। স্পা সেন্টার বন্ধর পেছনে আমার হাত রয়েছে এমনটা মনে করে ব্যবসায়ীরা তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’
টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “চ্যানেল ‘এস’ একটি স্পা সেন্টার নিয়ে নিউজ করায় আমি মীমাংসা করতে যাই। কিন্তু মীমাংসা করতে না পাড়ায় পরবর্তীকালে আবার টাকা ফেরত দেওয়া হয়।”
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির গুলশান বিভাগের এক কর্মকর্তা বলেন, এসব অবৈধ দেহব্যবসা করার কোনো সুযোগ নেই। পুলিশ আগের তুলনায় অনেক সজাগ রয়েছে। অনৈতিক কাজের তথ্য পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিই।
এদিকে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা নেওয়া ও ডিএমপি কমিশনার বরাবর অভিযোগের বিষয়ে জানতে গতকাল সন্ধ্যা ৬টায় গুলশান বিভাগের ডিসি তারিক মাহমুদকে একাধিকবার মোবাইলে ফোন ও এসএমএস দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
কমিশনারের কাছে অভিযোগ : এদিকে সম্প্রতি ডিএমডি কমিশনার বরাবর একটি অভিযোগ জমা পড়েছে। তাতে বলা হয়েছে, গুলশান ডিসির নাম করে তারই আস্থাভাজন জাফর নামের এক ব্যক্তি গুলশান-বনানীর অন্তত ২৫টি স্পা সেন্টার থেকে ৫০ হাজার করে প্রতি মাসে ১২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি একাধিকবার গুলশান ডিসির কাছে মৌখিকভাবে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
অভিযোগে বলা হয়েছে, জাফরের সঙ্গে ডিসির বডিগার্ড মেহেদীর গভীর সম্পর্ক রয়েছে। গত নভেম্বরের ১৯ তারিখে বিকেলে বনানীর ‘টাইম আউট’ রেস্টুরেন্টে মেহেদী ও জাফর গুলশান-বনানীর স্পা সেন্টারের মালিকদের সঙ্গে মিটিং করেন। ওই মিটিংয়ে মাসিক চাঁদার হার নির্ধারণ করা হয়।