Image description

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বিমানের এক পাইলটকে জিম্মি করেছেন বিচ্ছিন্নতাবাদীরা। তিনি নিউজিল্যান্ডের নাগরিক। পাইলটকে হত্যার হুমকি দিচ্ছে তারা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) পাপুয়ার পাহাড়ঘেরা অঞ্চল নুগাতে ছোট বিমানটি অবতরণ করার পর সেটিতে আগুন ধরিয়ে দেন কিছু বিচ্ছিন্নতাবাদী। বিমানটিতে শিশুসহ আরও ৫ জন যাত্রী ছিলেন। তবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

বিচ্ছিন্নতাবাদীরা হুমকি দিয়েছে, পশ্চিম পাপুয়ার স্বাধীনতা স্বীকৃত না হওয়া পর্যন্ত পাইলটকে মুক্তি দেওয়া হবে না। পুলিশ জানিয়েছে, এ সম্পর্কে  খোঁজ খবর নেওয়া হচ্ছে। কিন্তু সেখানে পৌঁছাতে পারছেন না। কারণ ওই নুগাতে শুধুমাত্র বিমানে যাওয়া যায়।

জানা গেছে,  পাইলটের নাম ফিলিপ মার্থেনস।  যদিও ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে যে নাম বলেছে সেটি আলাদা। এদিকে পাইলটকে জিম্মি করার ঘটনা স্বীকার করেছে ওয়েস্ট পাপুয় ন্যাশনাল লিবারেশন আর্মি। এটি ইন্দোনেশিয়ার একটি তালিকাভুক্ত ‘সসস্ত্র জঙ্গি দল’। 

দলটির মুখপাত্র, সেবি সামবোন হুমকি দিয়েছেন, যদি ইন্দোনেশিয়ার সরকার তাদের সঙ্গে আলোচনা করতে রাজি না হয় তাহলে পাইলটকে হত্যা করা হবে।

ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা চাওয়া পাপুয়ান বিদ্রোহীরা এরও আগে একাধিকবার হুমকি দিয়েছে। এমনকি জাকার্তার জন্য কর্মী ও সরবরাহ বহনকারী বিমানে হামলাও চালিয়েছে তারা। সম্পদ-সমৃদ্ধ এ অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আনার পর থেকে স্বাধীনতার জন্য যুদ্ধে জড়িয়ে পড়েছে।