বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি সাতে পাকে বাঁধা পড়তে চলেছেন আজ। তারকা যুগলের বিয়ের আয়োজনে কোনো কমতি থাকছে না। সিদ্ধার্থ-কিয়ারার জন্য সেজে উঠেছে জয়সলমিরের সূর্যগড় প্রাসাদ। অতিথিদের জন্য বিলাসবহুল সূর্যগড় প্রাসাদে ৮০টি ঘরের আয়োজন করা হয়েছে।
অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূর্যগড় প্রাসাদের অন্দেরই রাজস্থানি লোকনৃত্য থেকে সেখানকার লোকশিল্পীদের নিয়ে থাকছে নানা আয়োজন। বসছে রাজস্থানি ওড়না, শাড়ির পসরা, থাকছে চুড়ি, পুতুলের পসরা। অতিথিদের বিনোদনের সব ধরনের ব্যবস্থা রেখেছেন সিদ্ধার্থ-কিয়ারা।
বিয়ের পর কোথায় থাকবেন সিদ্ধার্থ-কিয়ারা? জানা গেছে বিয়ের পর নবদম্পতি সুখের সংসার পাতবেন সিদ্ধার্থের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি। সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির মানুষদের জন্য রিসেপশনের আয়োজন করতে চলেছেন তারকা যুগল।