Image description

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধার অভিযান।   
শীতের আবহাওয়ার কারণে উদ্ধার  প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫১ জন। আহত হয়েছেন ১১ হাজার ১১৯ জন।  দামেস্ক সরকার এবং উদ্ধারকর্মীদের পরিসংখ্যান অনুসারে সিরিয়ায় কমপক্ষে ৯৬৮ জন নিহত হয়েছে।
সোমবার সকালে তুরস্কের পশ্চিমাঞ্চলে ৭ দশমক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে।এ ভূমিকম্পটি ‍অনুভূত হয়েছিল লেবানন এবং ইসরাইল পর্যন্তও।
ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগির ২৩ কিলোমিটার (১৪.২ মাইল) পূর্বে, ২৪.১ কিলোমিটার (১৪.৯মাইল) গভীরতায় আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষায় (ইউএসজিএস) বলা হয়েছে, ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।
তুরস্কে ভূমিকম্পে ধসে পড়েছে ১ হাজার ৭০০-এর বেশি ঘরবাড়ি। সেখানে উদ্ধারকাজে সহায়তার জন্য উদ্ধারকারী দল পাঠাচ্ছে ইইউ। ইউরোপীয় কমিশনার জেনেজ লেনারসিক টুইটারে বলেছেন, নেদারল্যান্ডস এবং রোমানিয়ার উদ্ধারকারী দলগুলো এরই মধ্যে রওয়ানা দিয়েছে। ইইউর ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার তাদের তদারকি করছে।