তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ৪টা ১৭ মিনিটে ঘটা এই ভূমিকম্প রাজধানী আঙ্কারাসহ তুরস্কের প্রায় সব অঞ্চলে অনুভূত হয়েছে। খবর সিএনএন’র।
ইউএসজিএস’র তথ্যানুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪.১ কিলোমিটার। এটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তুরস্কের মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।
এদিকে তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি (এএফএডি) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৪ ছিল। ভূমিকম্পটি দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের কাছে আঘাত হেনেছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি ভূমিকম্পের পর যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষজন তুষারে ঢাকা রাস্তায় নেমে এসেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। এতে জানালার কাঁচ ভেঙে যায়।