
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ভ্যাপসা গরম কমাতে ধেয়ে আসছে আংশিক মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’। এই শক্তিশালী বৃষ্টিবলয়টি ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর সক্রিয় থাকবে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় আগেই বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে। তবে বৃষ্টিবলয় দেশের ওপর বিস্তৃত হলে গরম কিছুটা প্রশমিত হবে।
এর আগে বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।