আবারও খুলছে গাজা উপত্যকার রাফা সীমান্ত ক্রসিং। এটি মিশরের সঙ্গে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এক হামাস কর্মকর্তা ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি বলছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে চতুর্থ দফার বন্দি ও জিম্মি বিনিময় সম্পন্ন হওয়ার পর শনিবার এই পদক্ষেপ নেওয়া হবে।
রাফা সীমান্ত ছিল গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান পথ। তবে গত বছরের মে মাসে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি পাশ দখলে নেওয়ার পর থেকে এটি বন্ধ রয়েছে। মিসরসহ বিভিন্ন দেশ ও ত্রাণ সংস্থাগুলো একাধিকবার এর নিন্দা জানিয়েছে।
হামাস কর্মকর্তা বলেছেন, ‘মধ্যস্থতাকারীরা হামাসকে জানিয়েছে, ইসরায়েল রাফা সীমান্ত শনিবার খুলতে সম্মত হয়েছে, বন্দি বিনিময়ের চতুর্থ দফা শেষ হওয়ার পর।’
সূত্রটি আরো জানিয়েছে, গাজায় আহতদের সরিয়ে নেওয়ার কাজও এই সীমান্ত দিয়ে সম্পন্ন হবে, যা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির অংশ।
এদিকে হামাসশাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দফায় অসুস্থ ব্যক্তিদের একটি দল শনিবার চিকিৎসার জন্য মিসরে পাঠানো হবে।
গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাফা সীমান্তে তাদের পর্যবেক্ষণ মিশন আবারও শুরু করার সিদ্ধান্ত নেয়। এই মিশনে ১৮ জন ইউরোপীয় ও স্থানীয় কর্মকর্তা এবং ইতালি, স্পেন ও ফ্রান্সের একটি নিরাপত্তা পুলিশ দল অন্তর্ভুক্ত রয়েছে। ইতালির সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এই মিশন ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুরোধে চালু করা হয়েছে এবং মিসর একে পূর্ণ সমর্থন জানিয়েছে। এর প্রধান লক্ষ্য প্রতিদিন সর্বোচ্চ ৩০০ আহত ও অসুস্থ ব্যক্তির পারাপার সমন্বয় ও সহায়তা করা।’
১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস গাজা থেকে জিম্মিদের মুক্তি দিতে শুরু করে। এখন পর্যন্ত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে ১৫ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে, যার বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তারা হলেন ইয়ারদেন বিবাস, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী কিথ সিগেল ও ফরাসি নাগরিকত্বধারী ওফের কালদেরন। বিনিময়ে ইসরায়েল ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ৯ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বলে ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানিয়েছে।
বিডি প্রতিদিন