Image description
 

সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে আবুধাবিতে ভারতীয় দূতাবাসের কাছে ৯০০ জনেরও বেশি ভারতীয় বন্দীর একটি তালিকা হস্তান্তর করেছে। যাদের মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। ৯০০ জনের বেশি জেলবন্দি ভারতীয়র অপরাধ ক্ষমা করে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে এই সিদ্ধান্তটি মূলত আমিরাতের ৫৪তম ঈদ আল ইতিহাদ (জাতীয় দিবস) উদযাপনের অংশ হিসেবে নেওয়া হয়েছে। প্রায় ৩,০০০ বন্দীর মুক্তির মধ্যে অনেক ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে বন্দি ভারতীয়দের মুক্তি দিয়ে সংযুক্ত আরব আমিরাত ভারত এবং তার বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি সদিচ্ছার একটি শক্তিশালী বার্তা দিয়েছে।

আমিরাতের প্রেসিডেন্ট বন্দিদের তাদের মূল সাজা কমানোর পাশাপাশি আর্থিক জরিমানা বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। অনেক সময় এই ঋন পরিশোধ করতে না পারার কারণে ভারতীয়রা তাদের পরিবারের কাছে ফিরতে পারেন না। ঋণ পরিশোধের মাধ্যমে, সরকার নিশ্চিত করছে যে এই ব্যক্তিরা কেবল জেল থেকে বেরিয়ে আসবেন না, বরং সমাজে ফিরবেন এবং তাদের কাঁধে কোনও আর্থিক বোঝা থাকবে না।

এই বন্দিদের মুক্তি ঈদ আল ইতিহাদের (জাতীয় দিবস) সঙ্গে সম্পর্কিত। এর গভীর প্রতীকী ঐতিহ্য রয়েছে যা ১৯৭১ সালে সাতটি আমিরাতের একীকরণকে চিহ্নিত করে। আমিরাতের সংস্কৃতিতে, এই দিন সংহতি এবং করুণা উদযাপনের সময় ক্ষমার মাধ্যমে, আমিরাতের নেতৃত্ব প্রতিষ্ঠাতাদের উত্তরাধিকারকে সম্মান করে।

২০২৬ সালের জন্য, এই ক্ষমা সে দেশের “পরিবারের বছর” উদ্যোগের সঙ্গে সম্পর্কিত। লক্ষ্য হল সামাজিক বন্ধন জোরদার করা, যারা ভালো আচরণ করেছেন তাদের সমাজে পুনরায় ফেরার সুযোগ করে দেওয়া।

শীর্ষনিউজ