ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট সাগিতা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এটি মার্কিন বাহিনীর হাতে জব্দ হওয়া সপ্তম ট্যাঙ্কার। এর মাধ্যমে ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের উৎপাদন ও বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে ওয়াশিংটন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) লাতিন আমেরিকায় সামরিক কার্যক্রম তদারককারী মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, ভেনেজুয়েলা থেকে তেলবাহী জাহাজের যাতায়াত বন্ধে আরোপিত অবরোধের অংশ হিসেবে তারা মোটর ভেসেল সাগিটা জব্দ করেছে।
সাউথকম এক বিবৃতিতে বলেছে, ‘ক্যারিবীয় অঞ্চলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের ‘কোয়ারান্টাইন’ অমান্য করে চলাচল করা আরেকটি ট্যাংকার আটক করেছে। এটি আমাদের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। ভেনেজুয়েলা থেকে যে তেলই বের হবে, তা অবশ্যই সঠিক ও আইনসম্মতভাবে সমন্বিত হতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবারের এই ট্যাংকার জব্দের ঘটনা ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই’ ঘটেছে।
একই সঙ্গে সাউথকম একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে মার্কিন বাহিনীকে জাহাজটির দিকে উড়ে যেতে এবং এর ডেকে অবতরণ করতে দেখা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার জব্দ করা শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ৩ জানুয়ারি। ওইদিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশটির নিকোলাস মাদুরোকে অপহরণ করে। বিশ্লেষকদের দাবি, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পেছনে শুধু মাদক নয়, বরং তেলই ছিল বড় প্রভাবক। বর্তমানে নিউইয়র্কের আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় মাদুরো ও তার স্ত্রী।