Image description

ইসরায়েল রাফাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং গাজা প্রশাসনিক কমিটিকে ওই ভূখণ্ডে প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে। নির্বাহী কাউন্সিল গঠন এবং কাতার ও তুরস্কের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। ইসরায়েলের এই সরাসরি বাধার কারণে কমিটির কাজ শুরু করার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ সোমবার জানিয়েছে, রাফাহ সীমান্ত না খোলার সিদ্ধান্তটি রবিবার সন্ধ্যায় ইসরায়েলের ছোট আকারের নিরাপত্তা ও রাজনৈতিক মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

পত্রিকাটি এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, গাজা পুনর্গঠন তদারকির জন্য গঠিত কাউন্সিলে তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া মূল সমঝোতার অংশ ছিল না’। 

ওই কর্মকর্তা আরো বলেন, নতুন এই সংস্থার ক্ষমতা কী হবে এবং এর সুনির্দিষ্ট ভূমিকা কী, তা নিয়েও স্পষ্টতা নেই।

ইসরায়েলি কর্মকর্তা পুনরায় বলেন, ‘তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তি নেতানিয়াহুর ইচ্ছার বিরুদ্ধে ছিল।

এটি ছিল কুশনার ও উইটকফের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিশোধ। কারণ নেতানিয়াহু গাজা উপত্যকায় আটক শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আসার আগে সীমান্ত না খোলার বিষয়ে অনড় ছিলেন।’