কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সরকারের আদালতে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির কর্নেল বলেন, ‘একটি বক্তব্যের মাধ্যমে মুফতি আমির হামজা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পূত্র আরাফাত রহমান কোকোর পরিবারের মানহানি করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এই মামলা দায়েরের পর আদালতে প্রাঙ্গণে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে।
এসময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীসহ বিএনপি সমর্থিত আইনজীবিরা উপস্থিত ছিলেন।