Image description

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা পৌনে ১২টা থেকে প্রশাসন ভবন-১-এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আজকের মধ্যেই উচ্চ আদালতের চেম্বার শুনানি সম্পন্ন করে আগামীকাল ২১ জানুয়ারি শাকসু নির্বাচনের ঘোষণা দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন সরাসরি আলটিমেটাম দিয়ে বলেন, ‘২১ তারিখ নির্বাচন না হলে সাস্টিয়ানরা বসে থাকবে না। কোনো কারণে যদি শাকসু না হয়, এর ভয়াবহতা এ ক্যাম্পাস ছাড়াও জাতীয় অঙ্গনেও মারাত্মক প্রভাব ফেলবে আমরা হুঁশিয়ারি দিচ্ছি।'

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু, শাকসু’, ‘শাকসু নিয়ে টালবাহানা, মানি না-মানব না’, ‘সাস্টিয়ানদের ডিসিশন, কালকে হবে নির্বাচন’—এমন সব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

 ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির শিক্ষার্থীদের অধিকার আদায়ে অনড় অবস্থান ব্যক্ত করে বলেন, 'আমাদের আন্দোলন অব্যাহত আছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো অপশক্তি, কোনো পক্ষ শাকসুকে আটকাতে পারবে না।

'চেম্বার আদালতে আজকে শুনানি হতে হবে। কিন্তু কোনো কারণে আইনি মারপ্যাচে শাকসুকে পুনরায় বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিভাবে শাকসু কিভাবে আদায় করে নিতে তা সাস্টিয়ানরা ভাল করেই জানে।'