Image description

ভারতের উত্তর প্রদেশে অনুমতি ছাড়া ফাঁকা বাড়িতে নামাজ আদায়ের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, ওই ফাঁকা বাড়ির ভেতরে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিকে তদন্তের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বেরেলির দক্ষিণাঞ্চলের পুলিশ সুপার (এসপি) অংশিকা ভার্মা জানান, মোহাম্মদগঞ্জ গ্রামের কয়েকজন বাসিন্দার কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। অভিযোগে বলা হয়, একটি ফাঁকা বাড়ি কয়েক সপ্তাহ ধরে অস্থায়ী মাদরাসা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
তিনি বলেন, ‘কোনো নতুন ধর্মীয় কার্যক্রম বা সমাবেশ অনুমতি ছাড়া আয়োজন করা আইন লঙ্ঘনের শামিল। এ ধরনের কর্মকাণ্ড ফের ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে তিনি সবাইকে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ১২ জনের বিরুদ্ধে শান্তিভঙ্গসংক্রান্ত ধারায় অভিযোগ আনা হয়। পরে তাদের ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করা হয়। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ফাঁকা বাড়িটি হানিফ নামে এক ব্যক্তির মালিকানাধীন। বাড়িটি অস্থায়ীভাবে শুক্রবারের নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হচ্ছিল। কর্তৃপক্ষের কাছে চাওয়া হলেও কোনো লিখিত অনুমতি বা বৈধ নথিপত্র উপস্থাপন করা যায়নি বলে জানিয়েছে তারা।


পুলিশ আরও জানায়, গ্রামবাসীদের একাংশ নিয়মিতভাবে ওই বাড়িতে অনুমতি ছাড়া নামাজ আদায়ে আপত্তি জানান এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নামাজ আদায় বন্ধ করে দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


সূত্র: পিটিআই, এনডিটিভি