উগান্ডায় বিতর্কিত নির্বাচনের পর এখনো ভোট গণনা চলছে। এরই মধ্যে বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ববির দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম জানিয়েছে, উত্তেজনাপূর্ণ নির্বাচনের একদিন পর প্রেসিডেন্ট প্রার্থীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অপহরণের অভিযোগ অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।
ইন্টারনেট বন্ধ ও বিরোধীদের ওপর পুলিশের ব্যাপক দমনপীড়নের মধ্যে গত শুক্রবার উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। এই নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি তার ৪ দশকের শাসনের মেয়াদ আরও একবার বাড়াতে চাচ্ছেন বলে মনে করা হচ্ছে। সহিংসতা কবলিত এই নির্বাচনের পর ভোট গণনা চলছে।
এর মধ্যে বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইন জানান, নিরাপত্তা বাহিনী তাকে গৃহবন্দি করে রেখেছে। এরপর তার দল এক এক্স পোস্টে জানায়, সামরিক হেলিকপ্টারে করে তাকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। ববি ওয়াইনকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে উগান্ডা সরকার এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী। শনিবার অভিযোগ প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস ম্যাগেজি এএফপিকে বলেন, ববি ওয়াইনের গ্রেপ্তারের গুজব ভিত্তিহীন। এগুলো তার সমর্থকদের সহিংস কর্মকাণ্ডে উসকে দেওয়ার জন্য করা হয়েছে। এএফপি জানিয়েছে, শনিবার ভোরে ওয়াইনের বাসভবনের বাইরের পরিস্থিতি শান্ত ছিল।