Image description
 

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির মারোস জেলায় নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমানে মোট ১১ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস (Basarnas)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা নিউজ এ তথ্য জানিয়েছে।

 

শনিবার (স্থানীয় সময়) নিখোঁজ হওয়া বিমানটি ছিল ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি)-এর মালিকানাধীন একটি এটিআর ৪২–৫০০ মডেলের উড়োজাহাজ। বাসারনাসের অপারেশনস পরিচালক এডি প্রাকোসো জানান, বিমানটি যোগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসসারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

প্রাকোসোর দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৮ জন ফ্লাইট ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ স্থাপন করা হয়।

 

তিনি আরও জানান, এয়ারনাভ ইন্দোনেশিয়ার তথ্য অনুসারে, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছে ০৪°৫৭’০৮” দক্ষিণ অক্ষাংশ এবং ১১৯°৪২’৫৪” পূর্ব দ্রাঘিমাংশে, যা মারোস জেলার লিয়াং-লিয়াং এলাকার নিকটবর্তী।

 

নিখোঁজের খবর পাওয়ার পরপরই মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) অফিস থেকে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। এডি প্রাকোসো জানান, মোট ২৫ জন উদ্ধারকর্মীকে তিনটি দলে বিভক্ত করে তল্লাশি অভিযানে পাঠানো হয়েছে। নিখোঁজ বিমানটির নিবন্ধন নম্বর ছিল পিকে-টিএইচটি।

তিনি বলেন, উদ্ধারকারী দলগুলো বর্তমানে লিয়াং-লিয়াং এলাকায় চিহ্নিত সর্বশেষ অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে। অভিযানে একটি পার্সোনেল ট্রাক, একটি রেসকিউ ভেহিকল এবং আকাশপথে অনুসন্ধানের জন্য একটি ড্রোন ইউনিট ব্যবহৃত হচ্ছে।

বাসারনাস জানিয়েছে, বিমানটির অবস্থান ও আরোহীদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না যাওয়া পর্যন্ত এই অনুসন্ধান অভিযান জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।