Image description
 

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী অভ্যন্তরীণ ফ্লাইট নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) জাকার্তা থেকে মাকাসার অভিমুখে যাওয়ার পথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

 

বর্তমানে নিখোঁজ বিমানটির আরোহীদের সন্ধানে এবং অবস্থান শনাক্ত করতে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) এক প্রতিবেদন থেকে বিমানটি নিখোঁজ হওয়ার এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।


নিখোঁজ হওয়া ‘এটিআর-৪২-৫০০’ মডেলের বিমানটির সঙ্গে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায়। ধারণা করা হচ্ছে, ওই দুর্গম অঞ্চলেই বিমানটি কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।

 

উদ্ধারকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে মারোস রিজেন্সির ওই পাহাড়ি এলাকায় বিশেষ অনুসন্ধান দল মোতায়েন করেছে। তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। বিমানে থাকা ১১ জন আরোহীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় আবহাওয়া কেমন ছিল বা কারিগরি কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য যে, ইন্দোনেশিয়ায় প্রায়ই বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত বছরের সেপ্টেম্বর মাসেও দেশটির দক্ষিণ কালিমানতান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল। ওই সময় ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যসহ মোট আটজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছিলেন। শনিবারের এই নতুন বিমান নিখোঁজ হওয়ার ঘটনাটি দেশটির বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্র: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)