Image description
 

ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট থেকে অবসর নিলেও খেলার সঙ্গেই জড়িত আছেন এশিয়ান এই তারকা।

 

ভারতীয় সাবেক এই অধিনায়ক আইপিএলে বিভিন্ন দলে মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার তিনি প্রথম প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

সৌরভ গাঙ্গুলীকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগের (এসএ২০) দল  প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ করা হয়েছে।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে ভারতীয় সাবেক এই তারকা বলেন, আমার জীবনে প্রথমবারের মতো কোচ হিসেবে কাজ করছি। তবে আমি এটা উপভোগ করছি। আসলে, আমি পার্থ জিন্দালের (দিল্লি ক্যাপিটালসের সহ-মালিকের) খুব ঘনিষ্ঠ। তাই তিনি আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন। আমি তাতে রাজি হয়ে যাই।

ভারতের সাবেক এই সফল অধিনায়ক আরও বলেন, এই নতুন দায়িত্ব থেকে আমিও শিখছি। আমি যত ম্যাচই খেলি না কেন, বা যত ম্যাচেই অধিনায়কত্ব করি না কেন, এটি সম্পূর্ণ ভিন্ন। আমি কোচিং করাচ্ছি এবং এর থেকে আমি নিজেও শিখছি।