আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বিজেপির কট্টরপন্থি একাংশের তীব্র আক্রমণের মুখে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান। এই ঘটনায় তাকে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দের মাত্রা দিন দিন বাড়ছে।
এই বিতর্কের মধ্যেই শাহরুখ খানের ফাঁসি দাবি করে বসেন বিজেপি নেতা ঠাকুর রঘুরাজ সিং। তবে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও এক ধাপ বিতর্ক তৈরি করেন—শাহরুখের বদলে সালমান খানের নাম উচ্চারণ করে বসেন। খবর ইন্ডিয়া টুডের।
সম্প্রতি এক বক্তব্যে ঠাকুর রঘুরাজ সিং বলেন, ‘সালমানের সব ভালোবাসা পাকিস্তানের প্রতি। তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হোক। ও একজন দেশদ্রোহী, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত।’
মন্তব্যটি ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
পরবর্তীতে চাপের মুখে পড়ে রঘুরাজ সিং দাবি করেন, তিনি আসলে শাহরুখ খানকে লক্ষ্য করেই ওই মন্তব্য করতে চেয়েছিলেন। তার ভাষ্য, ‘পাকিস্তান কোনো সমস্যায় পড়লে শাহরুখের দরদ উতলে ওঠে, তিনি সেখানে অর্থ সাহায্যও করেন। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নীরব। আমি মূলত শাহরুখের নামই বলতে চেয়েছিলাম, ভুল করে সালমানের নাম বেরিয়ে গেছে।’
এর আগেও উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই বিতর্কে যুক্ত হলেন ঠাকুর রঘুরাজ সিং—যদিও নাম বিভ্রাটের কারণেই তার মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।