Image description
 

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে মন্তব্য করার জেরে অভিনেত্রী খুশি মুখার্জির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হয়েছে। তবে সূর্যকুমার নন, মামলাটি করেছেন মুম্বাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশি মুখার্জি দাবি করেছিলেন, সূর্যকুমার যাদব নাকি তাকে নিয়মিত মেসেজ পাঠাতেন। ওই মন্তব্যকে ‘মিথ্যা ও মানহানিকর’ আখ্যা দিয়ে আনসারি অভিযোগ করেন, এটি একটি জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা।

 

এ ঘটনায় তিনি উত্তরপ্রদেশের গাজীপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং এফআইআর নথিভুক্ত করার দাবি জানিয়েছেন। অভিযোগ দায়ের করতে তিনি মুম্বাই থেকে গাজীপুরে যান বলেও জানা গেছে।

ফয়জান আনসারি বলেন, এই ধরনের মন্তব্য জনসম্মুখে বিভ্রান্তি তৈরি করে এবং একজন জাতীয় দলের অধিনায়কের ভাবমূর্তির ক্ষতি করতে পারে। তিনি এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং মামলার মাধ্যমে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন।

এদিকে বিতর্ক ছড়িয়ে পড়ার পর খুশি মুখার্জি একটি সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, সূর্যকুমার যাদবের সঙ্গে তার কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না এবং তার বক্তব্য প্রসঙ্গের বাইরে গিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণেও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

 

খুশি মুখার্জির ভাষ্য অনুযায়ী, অতীতে সূর্যকুমার যাদবের সঙ্গে তার যোগাযোগ ছিল কেবল বন্ধুত্বপূর্ণ এবং বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেট দল ও অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রতি শুভকামনাও জানান।

উল্লেখ্য, একটি অনুষ্ঠানে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে দেওয়া মন্তব্য থেকেই এ বিতর্কের সূত্রপাত হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে আইনি পদক্ষেপের দিকে গড়ায়।