Image description
 

ভোটের ময়দান মানেই কেবল বাঘা বাঘা নেতাদের হুঙ্কার নয়, কখনও কখনও তা হয়ে ওঠে আবেগের লড়াই। ঠাকুরগাঁও-২ আসনে এখন সেই চিত্রই ধরা পড়ছে। রাজনীতির রুক্ষ মাটির লড়াইয়ে ধুলোবালি মেখে বাবার হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন চিকিৎসক কন্যা ডা. কাশফিয়া নিঝর। 

 

একপাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই কন্যা সামারুহ ও সাফারুহ্, অন্যদিকে ডা. আব্দুস সালামের মেয়ে ডা. নিঝর— দুই পরিবারের মেয়েদের এই নির্বাচনি তৎপরতা উত্তরবঙ্গের রাজনীতির অন্দরে নতুন মাত্রা যোগ করেছে।

ডা. কাশফিয়া নিঝরের বেড়ে ওঠা রাজধানীর চার দেওয়ালে। শৈশব, কৈশোর থেকে শুরু করে ডাক্তারি বিদ্যা— সবকিছুই কেটেছে ঢাকার ব্যস্ততায়। পৈতৃক ভিটায় আসার সুযোগ হয়েছে কম। কিন্তু ভোট আসতেই পালটে গেছে দৃশ্যপট। বাবার জন্য ভোট চাইতে কাকভোরে বেরিয়ে পড়ছেন তিনি। কখনও ধানের শীষ হাতে গ্রামের মেঠো পথে, কখনও আবার গৃহবধূদের উঠোন বৈঠকে। 

 

এলাকার ভোটারদের কাছে এই ডাক্তার আপু মণির আন্তরিকতা বেশ সাড়া ফেলেছে। 

সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ বলছিলেন, বাবার জন্য মেয়েরাই বেশি কাঁদে, বেশি কষ্ট করেন। ভোটের ফল যাই হোক, এই মেয়েগুলোর লড়াই মানুষের মন জয় করে নিয়েছেন।

রাজনীতি বিশ্লেষকদের মতে, হেভিওয়েট প্রার্থীদের পরিবারের সদস্যদের এই সক্রিয় অংশগ্রহণ সাধারণ ভোটারদের আবেগ স্পর্শ করছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের কাছে ডা. নিঝরের আবেদন সরাসরি পৌঁছাচ্ছে। রাজধানীর আভিজাত্য ছেড়ে গ্রামের কাঁদা-মাটিতে তার এই ‘গণসংযোগ’ ঠাকুরগাঁও-২ আসনের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।