মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ৫৩ জন সদস্য বাংলাদেশে পালিয়ে আসার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে তিন থেকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ রোববার (১১ জানুয়ারী) সীমান্তবর্তী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের এলাকা থেকে তাদের আটক করেছে বিজিবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে তারা জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যসহ পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ সময় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সড়ক অবরোধের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে দ্রুত সেই অবরোধ তুলে নেওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫৩ জনকে আটক করা হয়েছে। তারা মুলত রোহিঙ্গা। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এদিকে সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় মায়ানমার থেকে আসা গুলিতে আফনান(১২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। প্রথমিকভাবে শিশুটি মারা গেছে ধারণা করা হলেও জীবিত আবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
তবে বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আটক ব্যক্তিদের পরিচয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।