সিরিয়ার আলেপ্পো শহরের কেন্দ্রস্থ আশরাফিয়াহ এলাকার অধিকাংশ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। এতদিন এলাকাটি পিকেকে গোষ্ঠীর দখলে ছিল।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আলেপ্পো শহরকেন্দ্রে পিকেকেবিরোধী অভিযানে যুক্ত সামরিক সূত্র থেকে জানা গেছে, সিরীয় সেনারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে আশরাফিয়াহ এলাকায় প্রবেশ করে অধিকাংশ অংশ দখলে নিতে সক্ষম হয়েছে। একই সঙ্গে সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স ইউনিট এলাকায় তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান শুরু করেছে।
তবে আশরাফিয়াহ এবং পার্শ্ববর্তী শেখ মাকসুদ এলাকায় এখনো কিছু কিছু স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।
আলেপ্পোর গভর্নর আজ্জাম ঘারিব এক বিবৃতিতে বলেন, খুব শিগগিরই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এই দুই এলাকায় মোতায়েন করা হবে, যাতে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বাস্তুচ্যুত বাসিন্দারা নিরাপদে নিজ নিজ ঘরে ফিরতে পারেন।