Image description
 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করবেন। ফক্স নিউজে সম্প্রচারিত শোন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

 

ট্রাম্প বলেন, “আমার ধারণা তিনি আগামী সপ্তাহের কোনো এক সময় আসছেন। তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাতে আমি অপেক্ষা করছি।” সাক্ষাৎকারটি বৃহস্পতিবার রাতে সম্প্রচারিত হয়।

 

উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত শাসনামলে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানানো হয়।