Image description
সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়া ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল যাচাই-বাছাইয়ে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীরা আপিল শুরু করেছেন ৫ই জানুয়ারি থেকে। শুক্রবার ছিল শেষ দিন। আর শেষ দিনে নির্ধারিত সময় অতিক্রম করার পরও প্রার্থীরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আপিল নিয়ে হাজির হন। সূত্রমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৬২৫ জন প্রার্থী আপিল জমা দিয়েছেন। এর মধ্যে গতকালই ছিল ১৩০ এর ওপরে।  

এদিকে আপিলের শুনানি শুরু হবে আজ। সকাল ১০টা থেকে এ শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় সিইসিসহ নির্বাচন কমিশনাররা শুনানি গ্রহণ করবেন। আজ আপিল আবদেনের ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আবেদনকারীদের শুনানি হবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, বিকাল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন তাদের সবার আপিল গ্রহণ করা হবে। সেটা যতক্ষণই লাগুক আমরা সেটা শেষ করবো।  

ইসি’র কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে প্রথম চারদিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওইদিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।
আজ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হচ্ছে। আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখগুলো হলো-

১০ই জানুয়ারি: আপিল নম্বর ০১-৭০, ১১ই জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০, ১২ই জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০, ১৩ই জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০, ১৪ই জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০, ১৫ই জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০, ১৬ই জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০, ১৭ই জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০ এবং ১৮ই জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ হতে অবশিষ্ট সব।

রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

১০ থেকে ১২ই জানুয়ারির শুনানির রায় ১২ই জানুয়ারি, ১৩ থেকে ১৫ই জানুয়ারির রায় ১৫ই জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ই জানুয়ারির রায় ১৮ই জানুয়ারি বিতরণ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এই সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে সংস্থাটি।