Image description

ভারতের রাজনৈতিক দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহানের একটি মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ওই মন্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো নরেন্দ্র মোদিকেও ট্রাম্প উঠিয়ে নেবেন কি না, এমন প্রশ্ন করেন তিনি। 

ভেনেজুয়েলায় হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় ইঙ্গিত করে কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, ‘…ভেনেজুয়েলায় যা হলো, ভারতের ক্ষেত্রেও কি তেমন কিছু হবে? মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’

কংগ্রেস নেতার এই মন্তব্যকে অবিবেচক, অযৌক্তিক এমনকি ‘সমগ্র দেশের জন্য অপমানজনক’ বলে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চহানের এ মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একদিন আগের বক্তব্যের পরই আসে।

খাড়গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য উদ্ধৃত করে মোদিকে আক্রমণ করেন।

 

খাড়গে বলেন, ‘আমি একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প বলেছেন, মোদি তাকে সম্মান করেন এবং তার কথা শোনেন। এর মানে কী? এর মানে মোদি তার নিয়ন্ত্রণে।’

চহান বলেন, ‘৫০ শতাংশ শুল্কে বাণিজ্য সম্ভব নয়।

কার্যত এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বন্ধ করার শামিল। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা না গেলে, বাণিজ্য থামাতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর খেসারত ভারতেরই দিতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘আমাদের লোকজন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আগে যে মুনাফা অর্জন করত, তা আর পাওয়া যাবে না।

আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সে দিকেই ইতিমধ্যে প্রচেষ্টা শুরু হয়েছে।’

 

এরপর তিনি প্রশ্ন তোলেন, যদি ট্রাম্প ভারতেও ভেনেজুয়েলার মতো একই কাজ করেন, তাহলে কী হবে?

সূত্র : এনডিটিভি