জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজয় হলো।
কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটে হারিয়েছেন। রিয়াজুল পেয়েছেন মোট ৫ হাজার ৫৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
নির্বাচনে পরাজয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন রাকিব। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি মো. রাকিব, আপনাদের এ কে এম রাকিব। জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেছিলাম।’