Image description
 

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কের আদালতে হাজির করাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র মেরুকরণ সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের এই অভিযানের তীব্র সমালোচনা করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে তার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামস।

গত ৩ জানুয়ারি রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে আনা হয়। এরপর তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে কড়া পাহারায় আটক রাখা হয়। পরে আজ তাকে আদালতে তোলা হয়েছে। মামলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ জানুয়ারি নিউইয়র্ক সময় দুপুর ১২টায় শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি পরিচালনা করবেন ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক আলভিন হেলারস্টাইন। মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং ভারী অস্ত্র চোরাচালানের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনার পরদিন ৪ জানুয়ারি নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক কড়া প্রতিক্রিয়ায় কমলা হ্যারিস এই অভিযানকে ‘অবৈধ এবং হঠকারী’ বলে মন্তব্য করেন। তার দাবি, এটি মাদকবিরোধী যুদ্ধ কিংবা গণতন্ত্র রক্ষার লড়াই নয়, বরং ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ আমেরিকান সেনাদের ঝুঁকি বাড়াবে এবং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করবে। তার ভাষায়, আমেরিকান জনগণ মিথ্যার রাজনীতিতে ক্লান্ত।

 

কমলা হ্যারিসের ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামস ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, মাত্র এক বছর আগেই বাইডেন–হ্যারিস প্রশাসন মাদুরোকে গ্রেপ্তারের জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। সেই সময়ের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন এবং সরকারি ফ্লায়ারের স্ক্রিনশটও তিনি পোস্টে সংযুক্ত করেন।

 
 
 

অ্যাডামস লিখেন, আপনি এক বছরে কাউকে ‘নারকো-ডিকটেটর’ বলবেন, আর পরের বছর রাজনৈতিক স্বার্থে তাকে নির্দোষ দেখানোর চেষ্টা করবেন, এটি দায়িত্বহীনতা। জননিরাপত্তা কোনো রাজনৈতিক খেলা নয়।‘মাদুরোকে ধরতে ২৫ মিলিয়ন ডলার ঘোষণা ছিল বাইডেন প্রশাসনের’

 

তিনি ব্রঙ্কসে ফেন্টানিল (হিরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী মাদক। যুক্তরাষ্ট্রের সরকার দাবি করে আসছে এটি ভেনেজুয়েলার এই মাদক ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের পাচার করেন) বিষক্রিয়ায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে দাবি করেন, ভেনেজুয়েলা থেকে পাচার হওয়া মাদক যুক্তরাষ্ট্রের শিশুদের জীবন ঝুঁকির মুখে ফেলছে। তার ভাষায়, আমেরিকা আজ বেশি নিরাপদ, কারণ মাদুরো আর ক্ষমতায় নেই। ওয়েলকাম টু নিউইয়র্ক, নিকোলাস।