ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় বিশ্ব নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, “ট্রাম্পের এই পদক্ষেপ কখনই আমেরিকাকে সুরক্ষিত বা শক্তিশালী করবে না।”
তার মতে, মাদুরোকে স্বৈরাচারী, নিষ্ঠুর, অবৈধ শাসক বলে কখনোই ট্রাম্প এ ধরনের হামলায় যুক্তি খাড়া করতে পারেন না।
তিনি বলেন, “শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য যুদ্ধ অথবা তেল— যা শক্তি হিসেবে বিক্রি হয়। কিন্তু বিশৃঙ্খলায় পরিণত হয় এবং আমেরিকান পরিবারগুলিকে এর মূল্য দিতে হয়। আমেরিকান জনগণ এটি চায় না, এবং তারা মিথ্যা বলতে বলতে ক্লান্ত।”
কমালা হ্যারিস লিখেছেন, “এটা মাদক বা গণতন্ত্র সম্পর্কে নয়। এটা তেল এবং ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শক্তিশালী ব্যক্তিত্বের ভূমিকা পালনের আকাঙ্ক্ষা সম্পর্কে। যদি তিনি উভয়েরই চিন্তা করতেন, তাহলে তিনি একজন দোষী সাব্যস্ত মাদক পাচারকারীকে ক্ষমা করতেন না বা মাদুরোর বন্ধুদের সঙ্গে চুক্তি করার সময় ভেনেজুয়েলার বৈধ বিরোধীদের পাশে রাখতেন না।”
সাবেক ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, “প্রেসিডেন্ট (ট্রাম্প) সেনাবাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলছেন, কোটি কোটি টাকা ব্যয় করছেন, একটি অঞ্চলকে অস্থিতিশীল করছেন এবং কোনো আইনি কর্তৃত্ব, কোনো প্রস্থান পরিকল্পনা এবং দেশে কোনো সুবিধা দিচ্ছেন না।”
তিনি আরও লিখেছেন, “আমেরিকার এমন নেতৃত্বের প্রয়োজন যার অগ্রাধিকার হল কর্মজীবী পরিবারের জন্য খরচ কমানো, আইনের শাসন প্রয়োগ করা, জোট শক্তিশালী করা; এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমেরিকান জনগণকে প্রথমে রাখা।”
শীর্ষনিউজ