তুরস্কের ইস্তাম্বুলে বিপ্লবী বিজয়ী সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.)–এর সমাধির সন্নিকটে বাংলাদেশের বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি ফাউন্ডেশন (বেকদের)-এর নেতৃবৃন্দ, তুরস্কের AGD ও Özgür Foundation–এর প্রতিনিধিবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজার পূর্বে কমিউনিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তাঁরা তাঁর সংগ্রামী জীবন ও আদর্শকে স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তুরস্কের Özgür Foundation–এর সভাপতি তাঁর বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহীদ নেতৃবৃন্দের কথা স্মরণ করেন। তিনি শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পেছনে স্বৈরাচারী হাসিনা ও ভারতের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে স্বৈরাচারী হাসিনার বিচারের জোর দাবি জানান।
কমিউনিটির নেতৃবৃন্দ আরও বলেন,
“শহীদ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদ ও কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা করেছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ তা হৃদয়ে ধারণ করেছে। ইনসাফ প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে সেই পথেই সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেওয়ার এটাই উপযুক্ত সময়।”
গায়েবানা জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে উপস্থিত সবাই শহীদ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতে অংশগ্রহন করেন।