Image description
 

বাংলাদেশে চলমান ভারতবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর বলেছেন, "আমরা উদ্বিগ্ন। বাংলাদেশে কিছু দায়িত্বজ্ঞানহীন পক্ষ রয়েছে যারা অত্যন্ত মূর্খতাসম্পন্ন কথা বলছে।"

 

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। তিনি এটা বলার কে?”

কিন্তু মানুষ এসব করছে, আর তাই আমরা অত্যন্ত সচেতন যে এ ধরনের উপাদানগুলো এখন লাগামহীন হয়ে পড়েছে", বলেন তিনি।

 

থারুর আরও বলেন, "আমরা আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষ ভারতের মৌলিক স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করতে গঠনমূলক পদক্ষেপ নেবে। ঠিক একইভাবে, আমরাও বাংলাদেশে স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্রের সমর্থনে আমাদের ভূমিকা পালন নিশ্চিত করব।"

 

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতে বেশ বিতর্ক তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে শশী থারুর ওই কড়া প্রতিক্রিয়া জানান।

বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ তুলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির এই শীর্ষ নেতা। গত সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে অভিযোগের সুরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোটচুরি করে এবং হাদিকে হত্যা করেছে—তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।’ভারতকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না—তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।’