উপজেলার লেলাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ করিমকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার আদর্শ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, এর আগের দিন শুক্রবার মো: জাবেদ (৪৮) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লেলাং ইউনিয়নের আদর্শ গ্রাম আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃত আসামি মাসুদ করিমকে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার গাড়ি বহরে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মো: জাবেদ নামে আরেক আওয়ামীলীগ নেতাকে একই মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, বিএনপি নেতা ও খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মাটিরাঙ্গা এলাকার মো. ইলিয়াছ হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ফটিকছড়ির এমপি নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ফটিকছড়ি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকার মোট ৭৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়। মামলাটি ২০২৪ সালের ২৪ অক্টোবর দায়ের করা হয়।