Image description
 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ ইহুদি নিধন করা দেশটি এবার মুসলিম নিধনে সরাসরি ভূমিকা রাখছে। গাজায় মাসের পর মাস ইসরায়েলি হামলার পর শান্তি ফিরলেও থেমে নেই পশ্চিমাদের তৎপরতা। বিশেষ করে ইসরায়েলকে অস্ত্র দিয়ে আরও শক্তিশালী করে তুলছে তারা। এবার তারই ধারাবাহিকতায় ইসরায়েলকে ভয়ংকর সব মারণাস্ত্র সরবরাহ করছে জার্মানি।

যুক্তরাজ্যভিত্তিক ডিক্লাসিফায়েড এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানির কার্গো ফ্রেইট লুফথানসা ফের ইসরায়েলের সমরাস্ত্র সরবরাহ শুরু করেছে। ইসরায়েলকে সমরাস্ত্র পৌঁছে দেওয়া কিংবা ইসরায়েল থেকে নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য পরিবহন করছে প্রতিষ্ঠানটি। যদিও চলতি মাসের শুরুতে লুফথানসা জানিয়েছিল, তারা তেল আবিব থেকে ও তেল আবিবে পণ্য সরবরাহ বন্ধ রেখেছে।

তবে কয়েক দিনের ব্যবধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কৌশলে ইসরায়েলের মারণাস্ত্র সরবরাহ করছে লুফথানসা। যুক্তরাজ্যের রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার নিয়মনীতি মেনে এই ফ্লাইট পরিচালনা করছে জার্মানির প্রতিষ্ঠানটি। এর মানে দাঁড়াচ্ছে, যুক্তরাজ্যের ইনস্যুরেন্স নীতি মেনে দিব্যি মারণাস্ত্র সরবরাহ করছে লুফথানসা।

 

এমন এক সময় এই খবর সামনে এলো যখন কিছুদিন আগেই জার্মান সরকার জানিয়েছিল, তারা ইসরায়েলে রপ্তানি করা অস্ত্রের লাইসেন্স দেওয়া শুরু করেছে। যদিও গেল আগস্টে ইসরায়েলে রপ্তানিযোগ্য অস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল জার্মানি। কিন্তু লুফথানসার পণ্য পরিবহনের এই খবর এখন বিশ্বজুড়ে ঝড় তুলেছে।

লুফথানসার এমন সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশ অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরাও এখন মাথা চুলকাচ্ছেন। তারা ডিক্লাসিফায়েডকে জানিয়েছেন, ব্রিটেন অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রের কিছু পরিবর্তন এনেছে ঠিকই, তবে অন্য কোনো কোম্পানি এখন অস্ত্র সরবরাহ করছে, সে ব্যাপারে তারা কিছু জানেন না।

 

যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়টি দেখভাল করে। তারা গেল বছরের সেপ্টেম্বরে প্রায় ৩০টি প্রতিষ্ঠানের অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করেছিল। কিন্তু ইনস্যুরেন্স পলিসির ফাঁকফোকর ব্যবহার করে এখন ইসরায়েলে অস্ত্র রপ্তানি শুরু করেছে লুফথানসা। এতে ফিলিস্তিনিদের জীবন আবারও ঝুঁকির মুখে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।