ইউক্রেন যুদ্ধের সময় পুঁতে রাখা মাইন অপসারণে রাশিয়াকে সহায়তা করার জন্য আগস্ট মাসে ১,০০০ ইঞ্জিনিয়ার সৈন্য পাঠিয়েছিল উত্তর কোরিয়া। মাইন-ক্লিয়ার অপারেশন সফলভাবে সম্পন্ন করে ফিরে আসায় সৈন্যদের স্বাগত জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চল মাইন-ক্লিয়ারিং মিশন সম্পন্ন করে থেকে ফিরে আসায় সৈন্যদের জন্য শুক্রবার একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করে উত্তর কোরিয়া। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অনুষ্ঠানে পিয়ংইয়ংয়ে সৈন্যদের স্বাগত জানান এবং মাইন-ক্লিয়ারিং মিশনে নিহত নয়জন কর্মীর প্রতি শ্রদ্ধা জানান।
এসময় কিম তার দীর্ঘ ভাষণে বেশিরভাগই নিরাপদে বাড়ি ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেন, একই সাথে নয়জনের মৃত্যুকে ‘হৃদয় বিদারক’ বলে বর্ণনা করেন।
কিম বলেন, প্রকৌশলীরা তিন মাসেরও কম সময়ের মধ্যে বৃহৎ খনি-দূষিত এলাকাগুলিকে নিরাপদ অঞ্চলে রূপান্তরিত করেছেন। তিনি এই সাফল্যকে সম্মিলিত শৃঙ্খলা এবং ঐক্যের কৃতিত্ব বলে উল্লেখ করেছেন।
এদিকে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে সমর্থনের জন্য আনুমানিক ১৫,০০০ সেনা পাঠানোর পূর্বে মাইন-ক্লিয়ারিং এর পরিকল্পনা করা হয়েছিল। গোয়েন্দা সংস্থা আরো দাবি করেছে, পিয়ংইয়ং এই যুদ্ধে প্রায় ২,০০০ সৈন্য হারিয়েছে।